রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে। সেজন্যই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং প্রচার এবং প্রশাসনের দফতরের আধিকারিকরা রবিবার ছুটির দিনেও হলদিয়া পৌর এলাকার প্রতিটি ওয়ার অফিস সকাল ছটা থেকে খোলা রয়েছে। প্রতিমুহূর্তের খবর হলদিয়া এসডিও তথা হলদিয়া পৌরসভার পৌর প্রশাসকের নজরে আনার নির্দেশ দিয়েছেন। হলদিয়া বন্দরসহ এলাকায় ভারতীয় উপকূল বাহিনীর জাহাজগুলি হলদিয়া বন্দরের ভিতরে সুরক্ষিত রাখার জন্য নিয়ে এসে রাখা হলো। যাতে এই ঘূর্ণিঝড়ে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজগুলি ঘূর্ণিঝড়ে ক্ষতি না হয়। তারই সাথে হলদিয়া বন্দরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর জন্য রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত কলকাতা ও হলদিয়া বন্দরে জাহাজে পণ্য পরিবহণের যাবতীয় কাজ বন্ধ রাখা হবে। এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি হবে, এমন আশঙ্কা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাজের সঙ্গে যুক্ত নন, এমন সব কর্মীকে রবিবার রাত ৮টার মধ্যে বন্দর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন সহ শীর্ষ আধিকারিকরা গত শুক্রবার এক বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেন। ওই সময়ে বন্দরের মধ্যে পণ্যবাহী রেল চলাচলও বন্ধ থাকবে। স্বাভাবিক পরিস্থিতি না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে
Tags
পশ্চিমবঙ্গ