পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের কাটাপুকুরিয়ায় রাস্তা থেকে এক প্রৌঢ়ার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ ।
আরতি জানা (৬০) নামে পেশায় সবজি ব্যবসায়ী ওই মহিলা।মনে করা হচ্ছে মংগলবার সবজি ব্যবসায়ী ওই মহিলা ব্যবসা সেরে রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার টাকা পয়সা ও গায়ে থাকা সোনার গয়না ছিনতাই করে। চিনে ফেলায় ওই মহিলার গলা কেটে তাকে খুন করে দুষ্কৃতীরা। বুধবার এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Tags
অপরাধ