পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে। শিক্ষকদের নানান দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। যাতে পরবর্তীকালে এই সংগঠন আরও শক্তিশালী হয়।
শিক্ষক সংগঠনের সাথে তৃণমূলের প্রধান সংগঠনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে এমনটাই দাবী ওঠে। এদিনের সভায় জেলার নব নির্বাচিত সভাধিপতি উত্তম বারিককে জেলা শিক্ষক সংগঠনের তরফে সংবর্ধনা ও দেওয়া হয়।
এদিন এই সাংগঠনিক সভা ও সভাধিপতিকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, পটাশপুরের বিধায়ক তথা জেলা সভাধিপতি উত্তম বারিক, শুভেন্দু প্রামানিক, সংগঠনের জেলা সভাপতি নীলকান্ত অধিকারী, সাধারণ সম্পাদক শুভরঞ্জন মাইতি, সাধারণ সম্পাদক শমিক মান্না, সুতিকা প্রধান।