প্রদীপ কুমার মাইতি
পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায়ে নির্বাচনে হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি সমবায় আবার রাম-বাম জোটের দখলে। কড়া নিরাপত্তার মাধ্যমে হিজলবেড়িয়া চাতরাদাঁড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন শেষ হলো ।
হিজলবেড়িয়া সমবায় সমিতির পরিচালক মন্ডলের নির্বাচনে সমবায়ে বারোটি আসনের লড়াই হয় । সিপিএম ও বিজেপি যৌথভাবে ১২ টি আসনের লড়াই করে ও শাসক দল তৃণমূল একাই বারটি আসন লড়াই করছিল।ভোট দানের পর ফলাফল বের হলে দেলহা যায় রাম বাম জোট এগারটি আসনে জয় লাভ করেছে ।শাসক দল তৃণমূল মাত্র একটি আসন পায় ।রাম বাম জোট প্রগতিশীল উন্নয়ন নামে বোর্ড গঠন করবে। সিপিআইএম ৬ বিজেপি ৫ টি এবং তৃণমূল মাত্র ১টি আসনে জয় লাভ করেছে
Tags
রাজনীতি