পটাশপুর জাতীয় সরকারের সর্বাধিনায়কের পূর্ণাবয়বমূর্তি উন্মোচন

 



স্বাধীনতা সংগ্রামী কালিপদ রায় মহাপত্রের পূর্ণাবয়বমূর্তি উন্মোচন হল পটাশপুরে। ১৩১৪ বঙ্গাব্দে ১৪ ই বৈশাখ পালপাড়া গ্রামের বিখ্যাত রায় মহাপাত্র বংশে জন্ম গ্রহণ করেন তিনি।


 ১৯৩০ সালে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন । পরে ১৯৩২ সালে কারাদণ্ডে দন্ডিত হন। কারামুক্তির পর থানা কংগ্রেস কমিটির সম্পাদক হন। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের থানা কংগ্রেসের সর্বাধিনায়ক নির্বাচিত হন এই স্বাধীনতা সংগ্রামী। উনার নেতৃত্বে ১৯৪২ এর ২৯ সেপ্টেম্বর বিনা রক্তপাতে পটাশপুর থানাতে স্বাধীন পতাকা উত্তোলিত হয় এবং স্বাধীন সরকার গঠিত হয়।


 তাতে ১৪ টি ইউনিয়ন বোর্ড, ৭ টি পোষ্ট অফিস, ১ টি খাস সালিশি বোর্ডের অফিস, ৩টি সেচ বিভাগের ডাক বাংলো প্রভৃতি ব্রিটিশ শাসন ধ্বংস করে ৮ মাস স্বাধীন সরকারের প্রধান রুপে শাসনকার্য

পরিচালনা করেন। উনার গ্রেফতারের জন্য ব্রিটিশ সরকার উনার মাথার দাম ৫০০০ টাকা ঘোষনা করে। ইং ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত পটাশপুরের আঞ্চলিক পরিষদের সভাপতি ছিলেন কালিপদ রায় মহাপত্র। 



১৩৭৬ বঙ্গাব্দে  ৩২ জেষ্ঠ্য পরলোক গমন করেন পটাশপুরের এই সর্বাধিনায়ক। বৃহস্পতিবার পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার পটাশপুর এক নম্বর ব্লক অফিস চত্বরে এই মহান স্বাধীনতা সংগ্রামীর মূর্তি উন্মোচন করা হলো।


 এই মূর্তি উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। এছাড়াও উপস্থিত ছিলেন কালিপদ রায় মহাপাত্রের নাতি মৃত্যুঞ্জয় রায় মহাপাত্র, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, পটাশপুর ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পিযূষকান্তি পন্ডা, পটাশপুর ১ নং ব্লকের বিডিও পারিজাত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ৯৬৫ জন স্বাধীনতার সংগ্রামের পরিবারের সদস্যদের সম্বর্ধনা জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন