নন্দীগ্রামে তৃনমূল পার্টি অফিসে উত্তেজনা চরমে।আগে থেকে আশ্বাস দেওয়ার পরেও কেন দলের প্রার্থী তালিকায় নাম নেই সেই নিয়ে সোমবার সকাল থেকে
উত্তেজনা চরমে নন্দীগ্রামে।নন্দীগ্রাম-১ নম্বর ব্লক পার্টি অফিসে দাউদপুর পঞ্চায়েতের বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা দীর্ঘ ক্ষণ ধরনা দেন। শুধু তাই নয়, তৃণমূল ব্লক
সভাপতির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষুব্ধরা।এই গোটা ঘটনার পিছনে সুফিয়ানের প্রচ্ছন্ন মদত রয়েছে বলে তৃণমূলের একাংশের দাবি। তবে সুফিয়ান
অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
নন্দীগ্রামে ত্রিস্তর পঞ্চায়েতের বহু আসনে তৃণমূলের একের বেশি প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দলের অনুমোদন না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা
করা এমনই একঝাঁক প্রার্থী সোমবার দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।
নন্দীগ্রামের তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলছেন, “দলে প্রার্থিতালিকা তৈরির সময় অনেক কারণ খতিয়ে দেখা হয়েছে। যাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
উন্নয়নমূলক প্রকল্প ভাল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে হয়েছে, টিকিট দেওয়ার ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া হয়েছে।’’ যদিও দলের ব্লক সভাপতির
এমন যুক্তি মানতে রাজি নন বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব।
Tags
রাজ্য