চোর ও ডাকাত সন্দেহে গ্রেফতার ২


 প্রদীপ কুমার সিংহ :- ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম পীযুষ দোলুই। পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানা অন্তগত সাউথ গড়িয়া অঞ্চলে এক ব্যক্তি ঘোরাফেরা করছেন স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিকে বারুইপুর থানার পক্ষ থেকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন।
 পাশাপাশি চোর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল বারুইপুর থানায় পুলিশ। ধৃত ব্যক্তির নাম অভয় মন্ডল।
 বারুইপুর থানা পুলিশ সূত্রে খবর শুক্রবার বিকালে বারুইপুর থানার অন্তগত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে উঁকিঝুকি মারছিল। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ধরে ফেলে। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসে। পীযুষ দোলুইয়ের বিরুদ্ধে আশেপাশের থানায় একাধিক চুরির অভিযোগ আছে। বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে শনিবার ধৃত চোরকে বারুইপুর মহকুমা আদালতে তুলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন