পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে জেলার চারটি ব্লকে সোমবার শিশুদের খেলার সামগ্রী বিলি করা হল।
আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন " গিভ ইন্ডিয়া ও অ্যামাজন" এর সহায়তায় এই কর্মসূচী পালন করলো কাজলা জনকল্যান সমিতি।
জেলার রামনগর -১,রামনগর -২, কাঁথি-১ এবং দেশপ্রাণ ব্লকের সমুদ্র উপকূলবর্তী খটি এলাকার ৬টি বহুমুখী কৃত্যালি কেন্দ্রে প্রায় ৫০০ জন শিশুদের খেলার সামগ্রী প্রতিটি কেন্দ্রে তুলে দেওয়া হয়।
কাজলা জনকল্যান সমিতি সুত্রে জানা গেছে বিতরন করা খেলার সামগ্রীর মধ্যে ছিলো ফুটবল, ভলিবল ও নেট, ক্রিকেট ব্যাট ও বল, রেকেট ও কক, লুডো, চাইনিজ চেকার, ফ্লায়িং দিস ইত্যাদি।
জানা গেছে খেলার সামগ্রী বিলির জন্যে বাচ্চাদের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে কাজলা জনকল্যাণ সমিতির প্রতিনিধি, খটি সদস্য, পঞ্চায়েত সদস্য, অভিভাবক ও অভিভাবিকারা উপস্থিতি ছিলেন । প্রতিটি এলাকায় অভিভাবক অভিভাবিকা, খটি সদস্য পঞ্চায়েত সদস্যরা এই খেলার সামগ্রী দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি,গিভ ইন্ডিয়া ও অ্যামাজন সংস্থাকে ধন্যবাদ জানান।