দিঘার সমুদ্রে তলিয়া মৃত্যু হল এক পর্যটকের

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সমুদ্রে তলিয়া মৃত্যু হল এক পর্যটকের।নিখোঁজ যুবকের দেহ প্রায় ১১ ঘণ্টা পর সমুদ্রের জল থেকে খুঁজে পাওয়া গেল । মৃত ওই যুবকের নাম বেদপ্রকাশ সাউ। বছর বাইশের ওই যুবক ছত্তীসগঢ়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এক বন্ধুর সঙ্গে দিঘায় ঘুরতে এসেছিলেন ওই যুবক। এরপর শনিবার সকাল ছ’টা নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সমুদ্র স্নান করতে নেমেছিল দুই বন্ধুই। আর তাতেই ঘোর বিপদ ঘনিয়ে আসে ওই যুবকের জীবনে।

সারাদিন ধরে তল্লাশি চালানোর পর বিকেল পাঁচটা নাগাদ নতুন দিঘার সমুদ্র সৈকত থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে দিঘা থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের বন্ধুর বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছিল ছত্তীসগঢ় থেকে। তারপর দুই বন্ধু মিলেই শনিবার দিঘায় ঘুরতে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন