।। কোলাঘাটের দেউলিয়া- খন্যাডিহি রাস্তায় পিচিং এর কাজ শুরু। আজ থেকে ।।

কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ পূর্ত দপ্তরের দেউলিয়া-খন্যাডিহি পিচ রাস্তাটির সংস্কারের কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। 

আজ সোমবার ২৯ মে থেকে ৯ জুন পর্যন্ত রাস্তায় ব্ল্যাক টপিং অর্থাৎ পিচিং এর কাজ চলবে। সেজন্য আজ থেকে ১২ দিন ব্যাপী পিচিং করবার জন্য মাইকিং করে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছিল। প্রত্যহ সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ চলবে। যেহেতু পেভার মেশিন দিয়ে কাজ হবে সেজন্য ওই কাজের সময়ে কোন যান রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না।

 ফলস্বরূপ একসঙ্গে ৩ মিটার চওড়া রাস্তাটি পিচিং হবে। কাজ শুরু হয়েছে খন্যাডিহির দিক থেকে।
       

 দেউলিয়া-খন্যাডিহি রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক সরকারি এই কাজের জন্য সমস্ত রকমের সহযোগিতা করবার জন্য এলাকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন