টোটো উল্টে গুরুতর জখম হল চালক। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কাঁথি এগরা রাজ্য সড়কের ভবানীচকের কাছে।
এগরা ২ ব্লকের তাজপুরের বাসিন্দা সুধীর দাস এগরা থেকে টোটো চালিয় ভবানীচক আসার সময় ভবানীচকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায়। চালক গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
Tags
রাজ্য