মেদিনীপুর ডান্সার্স ফোরামের উদ্যোগে বৈশাখী

 


মেদিনীপুর ডান্সার্স ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের ঐতিহাসিক বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো "বৈশাখী" অনুষ্ঠান। নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত গুরু জয়ন্ত সাহা,নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, সাহিত্যিক বিদ্যুৎ পাল,রয়েল একডেমীর অধ্যক্ষ সত্যব্রত দোলই,ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক সঙ্গীত শিল্পী অমিতেশ চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, অনিন্দ্য সুন্দর সেন, চিত্রশিল্পী প্রশান্ত খাটুয়া,বাচিক শিল্পী রত্না দে, নরোত্তম দে,মূদুলা ভূঁইয়া সহ মেদিনীপুরের সংস্কৃতিজগৎ ও সংস্কৃতি প্রেমী অন্যান্য বিশিষ্ট জনেরা।

ডান্সার্স ফোরামের উদ্যোগে এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত , সভাপতি সুতনুকা পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নৃত্যশিল্পী শাশ্বতী শাসমল ও শতাব্দী গোস্বামী চক্রবর্তী।কোভিড বিধি মেনে এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন