ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ অবিভক্ত মেদিনীপুর জেলার মহান শিক্ষাব্রতী মেদিনীপুর রাজা নরেন্দ্র লাল খান মহাবিদ্যালয়ের
প্রাক্তন অধ্যক্ষা ডঃ সুশীলা মন্ডলের ১০১ তম জন্মবর্ষ উপলক্ষে আজ সকালে মেচেদা ট্রাস্ট ভবনে উনার প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান হয়।
অন্যদিকে মেদিনীপুরে ডঃ সুশীলা মন্ডল টেক্সট বুক লাইব্রেরীর পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল মেছেদা ও মেদিনীপুরে অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ওনাকে স্মরণ করা হয় বলে জানান ডঃ সুশীলা মন্ডল জন্মশতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস।
বক্তব্য রাখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক মানব বেরা, সদস্য অমল মাইতি, ডাঃ বিশ্বনাথ পড়িয়া প্রমুখ।