ভোলানাথ চক্ষু হাসপাতালে ইমুনাইজেশান সেন্টারের সূচনা

 



শিশু ও গর্ভবতী মায়েদের নিয়মিত ভ্যাকসিনেশানের জন্যে কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে উদ্বোধন হল ইমুনাইজেশান সেন্টার।সবুজ ফিতা কেটে মঙ্গলবার এর উদ্বোধন করলেন কাঁথি পৌরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী।

অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,কাঁথি পৌরসভার স্বাস্থ্য আধিকারীক ডাঃ অনুতোষ পট্টনায়ক,পাবলিক হেলথ নার্স মীতালী ঘোড়াই,পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মীনাক্ষ মাইতি,জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,ডিসি অরবিন্দ মালী,চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি,দারুয়া লায়ন্স ক্লাবের সহ সভাপতি আমিন সোহেল,লায়নেস ক্লাবের সভাপতি স্বাগতা নন্দ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বারিদ বরন মন্ডল।







উদ্বোধক কাঁথি পৌরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী বলেন কাঁথি শহরের ভ্যাকসিনেশানে কাঁথি লায়ন্স ক্লাব সহ অন্যান্য লায়ন্স ক্লাব গুলির অবদান প্রশংসার যোগ্য।এবার নিয়মিত ভ্যাকসিনেশানেও লায়ন্স ক্লাব গুলি এগিয়ে আসায় এই ক্ষেত্রেও প্রথম সারিতে উঠে আসবে কাঁথি পৌরসভা।

কাঁথি লায়ন্স ক্লাবের ইমুনাইজেশান কমিটির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা সদস্য অনিল পন্ডিত জানিয়েছেন প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই সেন্টারে ভ্যাকসিন প্রদান করা হবে ।পোলিও,হেপাটাইটিস বি সহ ১০টি ভ্যাকসিন এই কেন্দ্রে প্রদান করা হবে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন