অপরাজেয়-এর প্রতিষ্ঠা দিবস ও রবীন্দ্র-নজরুল স্মরণ

 পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন, রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান এবং অপরাজেয় সম্মান-২০২৪ প্রদান অনুষ্ঠান "লায়ন্স ক্লাব অফ মিডনাপুর"-এর সভাগৃহে।সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও রবীন্দ্র-নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের পক্ষে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মঙ্গলপ্রসাদ মল্লিক,দুই বিশিষ্ট সমাজকর্মী ও "আমারকার ভাষা, আমারকার গর্ব"- এর অন্যতম দুই পরিচালক বিশ্বজিৎ পাল ও সুদীপ কুমার খাঁড়া,শিশু সুরক্ষাকর্মী দীপক বন্দ্যোপাধ্যায়,অধ্যাপিকা রূপালী অট্ট,সমাজকর্মী প্রসাদ মন্ডল শিক্ষিকা শুভ্রা সেনগুপ্ত প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা মন্ডলীর সদস্য শিক্ষক কাঞ্চন ঘড়া।অপরাজেয় পরিবারের কচি-কাঁচারা, সদস্য-সদস্যারা ও বিকাশ ভারতী শিশু বিকাশ কেন্দ্রের 'নতুন দিগন্ত' এর শিশুরা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যে মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে। এদিনের অনুষ্ঠানে সুবর্ণরৈখিক ভাষা চর্চা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিশ্বজিৎ পালকে, শিশু সুরক্ষায় বিশেষ অবদানের জন্য দীপক বন্দ্যোপাধ্যায়কে এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সংগঠনের দুই সদস্য অতনু ঘোষ ও সৌমিত্র পৈড়াকে অপরাজেয় সম্মান-২০২৪ প্রদান করা হয়। জনকে অপরাজেয় সম্মান-২০২৪ প্রদান করা হয়। বর্তমান সময়ে রবীন্দ্র নজরুল প্রাসঙ্গিকতা বিষয়ে বক্তব্য রাখেন গড়বেতা কলেজের অধ্যাপিকা রূপালী অট্ট। প্রত্যেক শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্য ও সুললিত বাণীর মাধ্যমে অপরাজেয়-এর শ্রীবৃদ্ধি কামানা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রীপতি চক্রবর্তী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন