ইন্দ্রজিৎ আইচ
হই চই থেকে আগামী ১২ ই মে মুক্তি পাচ্ছে তাদের নতুন ওয়েব সিরিজ " হোমস্টে মাডার্স"।
সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেলো হই চই এর অফিসে।
আজ সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ছবির মূল চারজন অভিনেতা ও অভিনেত্রী।
এই ওয়েব সিরিজের পরিচালক সায়ন্তন ঘোষাল। অভিনয় করেছেন সোহিনী সরকার, সৌরভ দাস, অর্জুন চক্রবর্তী, পার্ন মিত্র, দেবচন্দ্রিমা সিংহ রায়, সবুজ বর্ধন, অপরাজিতা ঘোষ ও যুধাজিত সরকার। এক সাংবাদিক সন্মেলনে জুধাজিত সরকার জানালেন এই ছবিটা সম্পূর্ন থ্রিলার ছবি, আমার চরিত্র এর নাম কুণাল। দার্জিলিং এর তাগদা য় শুটিং হয়েছে ১২ দিন। কলকাতায় তিন দিন। একটি খুন কে কেন্দ্র করে এই সিরিজ টি তৈরি হয়েছে। অভিনেতা সৌরভ দাস বলেন আমরা চরিত্রের নাম কিঞ্জল দাস। আমি এই ছবিতে আই পি এস এর চরিত্র করছি এই প্রথম। মন্টু পাইলট এর পর এটা আমার কাছে বিশেষ চরিত্র।
খুব টান টান উত্তেজনায় ভরা এই
৬ টা এপিসোডের এই ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের আর এক অভিনেতা অর্জুন চক্রবর্তী জানালেন আমার চরিত্র টা একজন থ্রিলার লেখক এর। একটি হোমস্ট্রে তে বেড়াতে গিয়ে খুনের ঘটনায় আটকে পড়া, তারপর কি হয় এই নিয়ে টানটান উত্তেজনায় ভরপুর এই ছবি। এই ওয়েব সিরিজ এর অভিনেত্রী সোহিনী সরকার
(চরিত্রের নাম দামিনী) জানালেন
আমি খুব পাহাড় ঘুরতে ভালোবাসি। ট্রেকিং করি । এই দার্জিলিং এ ঘুরতে এসে একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়া এবং আসল সত্যি উদঘাটন হয় যে কে মাডার করেছে। আগন্তুক কে??
এই নিয়ে জমে উঠবে খুন, সাসপেন্স নিয়ে এই ছবি, যা আগামী ১২ ই মে দেখা যাবে।