মেছেদায় বিজেপি কর্মীকে মারঃঅভিযুক্ত তৃনমূল

 


ভোট পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলায়।এবার অভিযোগ উঠলো তমলুক বিধানসভার মেছেদায়।এদিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।


জানা গেছে এদিন রাতে মারধোরের ঘটনাটি ঘটেছে মেছেদার ৫ নম্বর বুথের বিজেপি কর্মী শ্যামসুন্দর দাসের ওপর। কাজ সেরে রাত্রি ১১ নাগাদ বাড়ি ফেরার সময়  তৃণমূলের দুস্কৃতিরা তার উপর হামলা চালায় এবং রাস্তায় মারধর করেন এমনকি তার মুখে প্রস্বাব করে দেওয়ার অভিযোগ উঠলো।

 অভিযোগের তীর মেছেদা এলাকার স্থানীয় তৃণমূলের নেতা নাজিমুল ইসলাম এবং তার কয়েক জন সঙ্গির বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন ঐ বিজেপি কর্মীকে উদ্ধার করে কাঁকটিয়া জানুবসান হাসপাতালে ভর্তি করে।এই ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন