পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গোবর্দ্ধনপুর গ্রামে কৃষিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে ৩০০ জন কৃষককে বীজধান তুলে দিলো।
উচ্চফলনশীল এমটিইউ ১১৫৩ জাতের বীজধান ছাড়াও কীটনাশক ঔষধ ও বীজ শোধনের ঔষধ তুলে দেওয়া হয়।জাতীয় খাদ্য সুরক্ষা মিশন প্রকল্পে ১০০ হেক্টর জমিতে চাষের লক্ষে এই বীজধান তুলে দেওয়া হয়।
এদিন বীজধান তুলে দেন কৃষি আধিকারিক সমীরন ধাড়া।এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিদপ্তরের অন্যান্য আধিকারিকেরা।