বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া দূর্গাচক কাছে ট্রেনে কাটা পড়ে মা তার দুই বছরের শিশুর মৃত্যু হল। রেল পুলিশ দেহ দুটি উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে দুর্গাচক স্টেশন ছেড়ে হলদিয়া লোকাল ট্রেন বন্দর স্টেশনের দিকে যাওয়ার সময় মাঝপথেই দুর্ঘটনা ঘটে। মৃত মা ও তার সন্তানের পরিচয় জানা যায়নি। মায়ের বয়স আনুমানিক ২৫।
স্থানীয়রা কেউ মৃতদের চিনতে পারেননি। ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।