কুড়িঘন্টা বিদ্যুৎহীন কোলাঘাট

 



পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের এক বিস্তীর্ণ এলাকা গতকালকের কালবৈশাখীর ঝড়ের পর প্রায় কুড়ি ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায়। এর ফলে কোলাঘাটের সিদ্ধা -১,খন্যাডিহি ও বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের ঐ এলাকার কয়েক হাজার মানুষ কাটালেন চরম দূর্গতিতে। ২০ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পানীয় জল সরবরাহ সহ নানা অসুবিধার সম্মুখীন হলেন এই মানুষেরা।

 প্রতিবাদে এবং অবিলম্বে বিদ্যুৎ সরবরাহের দাবী জানিয়ে অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের (অ্যাবেকা) পক্ষ থেকে দপ্তরের রিজিওনাল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করা হয় । অ্যাবেকা আন্দোলনে নামতেই বিকাল ৫টায় বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

সংগঠনের জেলা নেতা নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, দীর্ঘদিনের পুরানো এই লাইনের সংস্কার না হওয়ায় সামান্য ঝড়-বৃষ্টিতে বহুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। অবিলম্বে ওই লাইনটির পূর্নাঙ্গ সংস্কারের দাবী জানান নারায়নবাবু।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন