পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যার পথ বেছে নিলো এক যুবক। রবিবার সকালে দিঘা মেচেদা রেল পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এই যুবকের।
এদিন সকাল সাতটা নাগাদ দিঘা রামনগর মধ্যস্থলে নরকুলি সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে মৃত যুবক এর নাম শুভাশিষ দাস (৩২)। তার বাড়ী রামনগর থানার নরকুলি এলাকায় ।
রেল পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার সকালে সৈকত নগরী দিঘা থেকে মেচেদাগামী একটি লোকাল ট্রেন যাচ্ছিল। তখনই রামনগরের নরকুলি কাছে ট্রেনে ঝাঁপ দেয় ওই যুবক। ঘটনার পর বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলপুলিশ মৃতদেহ উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।