সারদা ফাইল লোপাট মামলায় ফের জিজ্ঞাসাবাদ সৌম্যেন্দুকে

কাঁথি পৌরসভা থেকে বে আইনী অর্থলগ্নী সংস্থা সারদার ফাইল লোপাট মামলায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথাকন্টাই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে আজ থানায় ডেকে পাঠানো হল

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। গত পরশু এই মর্মে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। 

সারদা কর্তা সুদীপ্ত সেনের উদ্যোগে কাঁথি পুরসভা এলাকায় একটি জমি কিনে আবাসন গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই মর্মে পুরসভা থেকে জমি হস্তান্তরও করা হয়েছিল। পরবর্তীকালে সারদা কর্তা জেলে যাওয়ার পর সেই জমিতে পুরসভা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করে। যে সময় সারদা কর্তার সঙ্গে পুরসভার চুক্তি হয়েছিল সেই সময় সৌমেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন । পরবর্তীকালে সৌমেন্দু ও তারপর আরও ২ জন পুর প্রশাসকের দায়িত্ব সামলেছেন কন্টাই পুরসভায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন