পরিবেশ সুরক্ষার প্রচারে সাইকেল নিয়ে হরিয়ানা থেকে কাঁথিতে লায়ন সুভাষ

 



পরিবেশ সুরক্ষা,জল সংরক্ষণ এবং বন্য প্রাণীদের রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হরিয়ানা থেকে সাইকেলে প্রচার অভিযান  চালিয়ে কাঁথিতে এলেন লায়ন সুভাষ  ।

হরিয়ানার সিরসা জেলার লায়ন্স ক্লাব সিরষা আস্থার পুরোনো মেম্বার সুভাষ চনদর।হরিয়ানা রাজ্যের কৃষি দপ্তরের প্রাক্তন আধিকারিক সুভাষ বাবু অবসর গ্রহণের পর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন এই প্রচার অভিযানে।এই দেশের হরিয়ানা, বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে ঘোরার পাশাপাশি সাইকেল নিয়ে নেপালেও প্রচার চালিয়েছেন তিনি  ।  গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছে পরিবেশ রক্ষা, জল সংরক্ষণ এবং বন্যপ্রাণীদের সুরক্ষা দেওয়ার আবেদন জানান লায়ন্স ক্লাব অব সিরষা আস্থার   এই লায়ন মেম্বার  ।শুক্রবার সন্ধ্যায় তিনি সাইকেল নিয়ে কাঁথিতে এসে পৌঁছলে তাকে বরণ করে নেয় কাঁথি লায়ন্স ক্লাব  ।লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ সি ১ এর এই প্রাচীন ক্লাবের আতিথেয়তায়  খুশি লায়ন সুভাষ  ।




প্রবীণ এই লায়ন মেম্বারকে বরণ করে নেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র। উপস্থিত ছিলেন ক্লাবের দুই প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন সভাপতি বারিদবরণ মণ্ডল,অনিল পণ্ডিত, প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা, সম্পাদক তরুণকান্তি মহাপাত্র ,কমলেশ মাইতি ,অপূর্ব মুখার্জি প্রমুখ  । 

কাঁথি লায়ন্স ক্লাবের সদস্যদের কাছে তাঁর তেরো মাসের ভালোমন্দের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন লায়ন সুভাষ ।পরিবেশ রক্ষায় কাঁচি লায়ন্স ক্লাবসহ এই এলাকার সকল লায়ন্স ক্লাবের কাজের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাদের আরও বেশি করে কাজ করার আবেদন জানান তিনি  । রাতে তাঁর থাকার ও খাওয়ার আয়োজন করে কাঁথি লায়ন্স ক্লাব ।শনিবার সকালে সাইকেল নিয়ে তিনি দিঘা দিয়ে পাশের রাজ্য ওড়িশার উদ্দেশ্যে রওনা দেন সেখানকার মানুষের মধ্যে পরিবেশ রক্ষা জল সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বৃদ্ধির প্রচারে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন