অবসরপ্রাপ্ত শিক্ষিকাদের গ্র্যাচুইটি প্রদান স্কুল ডি লাইটের

 



বেসরকারী নার্সারি স্কুল গুলির মধ্যে নজির গড়লো কাঁথি লায়ন্স ক্লাব পরিচালিত স্কুল ডি লাইট ।এর আগে কাঁথি সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায় কোন বেসরকারী নার্সারী বিদ্যালয় তাঁদের অবসরপ্রাপ্ত শিক্ষিকাদের গ্রাচ্যুইটি তুলে দেয়নি।ফলে এই বিষয়ে অন্যান্যদের কাছে অগ্রগন্য হয়ে থাকলো স্কুল ডি লাইট ।






প্রায় ৫০ বছরের দোরগোড়ায় পৌঁছে গেছে কাঁথি লায়ন্স ক্লাব।লায়ন্স ডিস্ট্রিক ৩২২সি১ (ভৌগলিক ৬টি জেলা নিয়ে গঠিত) এর প্রাচীন ক্লাব গুলির অন্যতম কাঁথি লায়ন্স ক্লাব।সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন অবসরপ্রাপ্ত শিক্ষিকা গীতা রায়, বীথিকা গিরি, অনিতা প্রামাণিকের হাতে চেক তুলে দেওয়া হয় ।সভায় পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।এই সভায় স্কুল কমিটির চেয়ারম্যান পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লক্ষীনারায়ন সাহু,সম্পাদক বারিদ বরন মন্ডল,পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মীনাক্ষ মাইতি,জোন চেয়ারম্যান সুবিমল মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অবসর প্রাপ্ত শিক্ষিকারা।বর্তমান শিক্ষিকারাও তাঁদের ভাষনে স্কুল কমিটি ও ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন এই শিক্ষিকাদের অবদান অনন্য সাধারন।তাঁরা যে ভাবে স্কুল ডি লাইটের শ্রীবৃদ্ধি করেছেন তাকে সম্মান জানাতেই ক্লাবের এটা ক্ষুদ্র প্রয়াস।বলেন এর জন্যে একটি ফান্ড গঠন করা হয়েছে।এর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকাদের সর্বাধিক ১ লক্ষ টাকা গ্র্যাচুইটি তুলে দেওয়া হবে ।সুস্মিত বাবু জানিয়েছেন শুধু কাঁথি কিংবা পূর্ব মেদিনীপুর জেলা নয়,সারা রাজ্যে এমন উদ্যোগ নেই বললেই চলে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন