পটাশপুরে দিলীপ ঘোষের রোড শো

 


দলীয় প্রার্থীর সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে রোডশো করলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। 

শনিবার দুপুরে পটাশপুরে খড়াই মোড়  থেকে খড়াই বাজার পর্যন্ত বিজেপি প্রার্থী অম্বুজাক্ষ মহান্তি সর্মথনে রোডশো করেন। কয়েক হাজার কর্মী সর্মথক রোডশো পা মেলান। এরপর খড়াই বাজার পথসভা করেন। 

পথসভাতে বক্তব্য রাখতে গিয়ে  দিলীপ ঘোষ রাজ্য সরকারকে তীব্র ভাষার আক্রমন করেন। তিনি তার বক্তব্য বলেন "  তৃনমূল সরকার সাধারন মানুষের জন্যে কোন উন্নয়ন করেননি। উল্টে উন্নয়ন হয়েছে তৃনমূল নেতাদের। মানুষ নির্বাচনে যোগ্য জবাব দেবো "।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন