কন্টাই সুপারষ্টার ক্লাবের ৪৩ তম বর্ষের খুঁটিপুজো

 




সিদ্ধিদাতা গণেশ পুজায় শুভ দিনে কন্টাই সুপারষ্টার ক্লাবের ৪৩ তম বর্ষের খুঁটিপুজো হলো ক্যানেলপাড় খড়্গপুর পুরনো বাসষ্টান্ডে। 


খুঁটিপুজোর উদ্ধোধন করেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না, প্রধান অতিথি ছিলেন  প্রাক্তন পৌর প্রকাশক সিদ্ধার্থ মাইতি। 


ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন এবছর পুজার বাজেট ৫ লক্ষ টাকা, এবং আগামি চতুর্থীর মহালগ্নে পুজো মন্ডপের শুভ উদ্ধোধন হবে। উদ্ধোধন করবেন পশ্চিম্বঙ্গের সরকারের কারা মন্ত্রী  অখিল গিরি । সংগে সাংস্কৃতি অনুষ্ঠান হবে।


 উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক অরুণাভ দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জীব জানা, অশোক কুমার দাস, অনঘ পানিগ্রাই, প্রভাত জানা, কৃষ্ণেন্দু মিশ্র, হরিপদ চক্রবর্তী, ষষ্ঠী চক্রবর্তী। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতি সম্পাদক প্রশান্ত দাস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন