কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় স্কিল ফর গ্রোয়িং বিষয়ক ওয়ার্কশপ

 


পড়ুয়াদের আরো শিক্ষামুখী করতে এবং তাদের  আরো বেশী করে সামাজিক-মানবিক করে তুলতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম প্রধান প্রকল্প "লায়ন্স কোয়েষ্ট"।এই প্রকল্পের প্রথম ধাপ স্কিল ফর গ্রোয়িং।





বুধবার কাঁথি লায়ন্স ক্লাবের সভাগৃহে স্কিল ফর গ্রোয়িং বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ।দুই দিনের এই ওয়ার্কশপের উদ্বোধনি অনুষ্ঠানে পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন লায়ন্স কোয়েষ্টের অ্যাম্বাসেটার তথা লায়ন্স ডিস্ট্রিক্টের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রঞ্জন মল্লিক।আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্সের প্রতিকৃতিতে মাল্যদান করেন লায়ন্স ডিস্ট্রিক্টের  ডিস্ট্রিক্ট গভর্নর আশিষ সালুই।অন্যান্য বিশিষ্ট্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্টের  ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর পার্থ চ্যাটার্জী,পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর সোনালী মল্লিক, লক্ষীনারায়ন সাহু,মীনাক্ষ মাইতি,লায়ন্স কোয়েস্টের আন্তর্জাতিক ট্রেনার মনীষা ঘাঁটি,জিএমটি কো অর্ডিনেটার অর্নব মাইতি,জয়েন্ট পি আরও ডাঃ সুমিত্র মাইতি, আরসি অ্যাপোলো আলি,হৈমন্তী দাস অধিকারী প্রমুখ।





লায়ন্স কোয়েস্টের ডিসি অরবিন্দ মালী স্কুল গুলিতে কেন লায়ন্স কোয়েস্টের মত বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত করা প্রয়োজন তার ব্যাখা তুলে ধরেন।উদ্বোধক-প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা তাঁদের ভাষনে কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগের ভুয়ষী প্রশংসা করেন ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা ।



কাঁথি লায়ন্স ক্লাবের লায়ন্স কোয়েস্টের চেয়ারম্যান সুতপা চ্যাটার্জী বায়েন জানিয়েছেন কাঁথির ৯টি বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকা এই ওয়ার্কশপে যোগদান করেছেন।উল্লেখ্য লায়ন্স ডিস্ট্রিক্টে এই প্রথমবার স্কিল ফর গ্রোয়িং বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে।এর সমাপ্তি হবে বৃহস্পতিবার


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন