ইন্দ্রজিৎ আইচ
.
গোবরডাঙা নাবিক নাট্যম" এর সংযুক্ত হলো নতুন পালক " নাবিকের নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র"। ১৯৭৭ সাল থেকে গোবরডাঙা নাবিক নাট্যম নিয়মিত নাট্যচর্চা করে চলেছে। সম্প্রতি নাবিক নাট্যমের মহলা কক্ষে সূচনা হলো নিয়মিত নৃত্য অনুশীলনের ক্লাস। বিশিষ্ট নৃত্য শিল্পী মহুয়া ঘোষ এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি বলেন নাবিক এই প্রয়াস সফল করতে তিনি সব সময় পাশে ও সাথে থাকবেন।নাবিক নাট্য সংস্থার নাট্যনির্দেশক জীবন অধিকারী জানান সুস্থ সংস্কৃতির প্রসারে ও ছেলেমায়েদের সৃষ্টিশীল কাজে উৎসাহ দেবার জন্যেই এই উদ্যোগ।
নাবিক নাট্যম বরাবর নাটকের পাশাপাশি নাচ, গানবাজনা, কবিতা, গল্প পাঠ সহ বিভিন্ন বিষয়ের উপর সারা বছর ধরেই ওয়ার্কশপ চালাতে থাকে। নৃত্যশিল্পী আল্পনা সরকার ও নিকিতা সরকার নিয়মিত প্রশিক্ষণ দেবেন এই পর্যায়ের। রবীন্দ্রনৃত্য, কত্থক, সৃজনশীল, আধুনিক নৃত্য ছাড়াও প্রশিক্ষণ দেওয়া হবে বলিউড স্টাইল ও জুম্বা ড্যান্স। ইতি মধ্যেই প্রায় কুড়ি জন শিক্ষার্থী নাম নথিভুক্ত করেছেন। সংস্থার সম্পাদক অনিল কুমার মুখার্জী বলেন এই আয়োজন করতে পেরে আমরা খুব আনন্দিত। দীর্যদিন ছেলেমায়েরা গৃহবন্দি থাকার পর আবার নতুন করে ছন্দে ফিরছে। এই দিন উপস্থিত ছিলেন মুকুলিকা গানের স্কুলের অনিমা দাস ও আস্তিক মজুমদার তারা সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নবীকের সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নিরেশ ভৌমিক এবং মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর ধীরাজ হওলাদার সহ আরো বিশিষ্ট গুণী জনেরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি মনোগ্রাহী সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিলো নাবিক নাট্যম। সৃজা হওলাদারের নাচ, সৌরজ্যোতির গান ছাড়াও ওই দিন নৃত্য পরিবেশন করেন, আল্পনা সরকার, রাখি বিশ্বাস, নিকিতা সরকার, সবমিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত উপভোগ করলেন উপস্থিত দর্শকবৃন্দ।