অনুব্রত মন্ডলের পর এবার শুভেন্দু অধিকারীর গড়ে কার্যালয় খুলছে আম আদমি পার্টি

 



দিল্লির পর পঞ্জাব জয় করে এ বার গুজরাতের দিকে হাত বাড়ালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল।সেই সাথে লক্ষ্য পশ্চিমবঙ্গও।মাস কয়েক আগে পঞ্জাবের ভোটে সাড়া জাগানো ফলাফল পেয়েছে আম আদমি পার্টি।  এ বছরের শেষেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রাজ্যে বিধানসভা নির্বাচন।তার কয়েক মাস পরেই বাংলার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই নিজেদের জেলা কার্যালয় খুলতে শুরু করেছে আপ ।সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর।


রাজ্য দফতর এখনো সেই ভাবে খুলেনি আম আদমি পার্টি।তবে বিভিন্ন জেলা কার্যালয় গুলি উদ্বোধন হচ্ছে।আম আদমি পার্টির রাজ্য নেতৃত্ব সুত্রে জানা গেছে রাজ্যের সকল জেলার সকল বুথে এখন সদস্য সংগ্রহ চলছে।জেলা কমিটি গুলি পূর্নাঙ্গ রূপ পেলেই শক্তিশালি রাজ্য কমিটি দ্রুত গড়ে তোলা হবে ।


আম আদমি পার্টির রাজ্য নেতৃত্বের দাবি সারা বাংলা থেকে প্রতিদিন প্রচুর মানুষ তাঁদের সাথে যোগাযোগ করছেন।সেই মানুষদের দাবি মেনে গত ৩ জুলাই অনুব্রত মন্ডলের গড় বীরভূমে আপ খুলেছে জেলা কার্যালয়।এর আগে  নদীয়া, মুর্শিদাবাদ, দুর্গাপুর সর্বত্র দলীয় কার্যালয় খুলেছে আপ ।এবার পূর্ব মেদিনীপুর জেলাতেও সেই প্রক্রিয়া শুরু হল । আজ শুক্রবার  পাঁশকুড়া পূর্ব বিধানসভার জিঞাদা বাস স্ট্যান্ড বাজার সংলগ্ন এলাকায় উদ্বোধন হবে কার্যালয়ের।এই অনুষ্ঠানে আপের দিল্লি থেকে রাজ্যের ভারপ্রাপ্ত সঞ্জয় বসু সহ এই রাজ্যের ও পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্বরা থাকবেন।রাজ্যের শাসক দল তৃনমূল কিংবা প্রধান বিরোধী দল বিজেপি এখনই আপকে গুরুত্ব না দিলেও ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে দুই দলের কাছে চ্যালেঞ্জ হিসাবে অরবিন্দ কেজরীবালের উঠে আসতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা।


1 মন্তব্যসমূহ

  1. আমাদের দেশের মানুষের বোঝা । জনপ্রতিনিধি দের নিরাপত্তা ও ভাতা বন্ধ হলে বা করলে মানুষের বোঝা কমে যাবে।
    জন্রতিনিধিদের পেনশন বন্ধ করে দেওয়া উচিৎ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন