শিশুদের চলচ্চিত্র উৎসবের আয়োজন করলো কাঁথি লায়ন্স ক্লাব





কাঁথিতে প্রথম বার শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজনের মাধ্যমে শিশু দিবস পালন করলো কাঁথি লায়ন্স ক্লাব।ঁপবন চন্দ্র গিরি,ঁক্ষান্তমনি গিরি ও ঁসমরেশ দাসের স্মরনে স্কুল ডি লাইটের সভাগৃহে দুই দিনের শিশু চলচ্চিত্র উৎসবের সূচনা হল রবিবার।উল্লেখ্য প্রয়াত  পবনচন্দ্র গিরি ও ক্ষান্তমনি গিরি রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির বাবা ও মা ।রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের অন্তর্গত শিশু সাহিত্য অ্যাকাডেমির সহায়তায় অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্টের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর মীনাক্ষ মাইতি,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য পার্থ সারথী দাস,লায়ন্স ডিস্ট্রিক্টের জিএমটি কো অর্ডিনেটার অর্নব মাইতি,জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,কন্টাই চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি প্রমুখ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় ।

কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন বক্তারা।এই অনুষ্ঠানেই কাঁথি লায়নেস ক্লাবের পক্ষ থেকে ভন্ডুবসান গ্রামের বাসিন্দা এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে।কাঁথি লায়নেস ক্লাবের সভানেত্রী স্বাগতা নন্দ জানিয়েছেন এই শিশুর পরিবারের পক্ষ থেকে হুইল চেয়ারের জন্যে আবেদন জানানো হয়েছিলো।



অনুষ্ঠানটিতে পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।তিনি বলেন এই উৎসবকে সফল করতে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও এগরার প্রয়াত বিধায়ক সমরেশ দাসের ছেলে পার্থ সারথি দাস এগিয়ে এসেছেন তা প্রশংসার যোগ্য।সেই সাথে জানিয়েছেন সোমবারও তিনটি শোর আয়োজন করা হয়েছে।প্রথম দিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে প্রায় ২০০ জন শিশু সিনেমা দেখতে এসেছিলো

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন