কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে হার্ট সেমিনার

 



করোনা আবহে এবং মাত্রাতিরিক্ত দূষন বৃদ্ধির সময়ে কি ভাবে হার্টকে ভালো রেখে সুস্থ্য থাকা যায় সেই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হল কাঁথি লায়ন্স ক্লাবের সভাগৃহে।



বৃহস্পতিবার কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উপোলক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয় ।সেমিনারে পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র । বক্তব্য রাখেন ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান ডাঃ জি কে ঘোষ,প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা,সদস্যা ডাঃ নন্দিতা পট্টনায়ক,প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসার লক্ষীনারায়ন সাহু। যোগ ব্যায়ামের মাধ্যমে কি ভাবে হার্টকে সুস্থ্য রাখা যায় তা ব্যায়ামের মাধ্যমে তুলে ধরেন ডাঃ শ্রীমন্ত বানিয়া।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ অনুতোষ  পট্টনায়ক।




বক্তারা তাঁদের ভাষনে দর্শকদের সামনে বিভিন্ন তথ্যের মাধ্যমে হার্ট কি ভাবে ভালো রাখা যায় তা তুলে ধরেন। কি খাওয়া উচিৎ আর কি খাওয়া উচিৎ নয় তাও সবিস্তারে তুলে ধরেন তাঁরা।এমনকি প্রশ্নোত্তরের মাধ্যমেও  আলোচনা হয় ।সব মিলিয়ে সমগ্র প্রোগ্রামটি মনোগ্রাহী হয়ে ওঠে সকলের।ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক অশোক জানার ধন্যবাদ জ্ঞাপন ও পরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন