কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রবীনাদের ফল বিতরন

 



করোনা আবহে বয়স্কা মহিলাদের শরীরের সুস্থতার কামনায় ফল বিতরন করলো কাঁথি লায়ন্স ক্লাব।শুক্রবার কাঁথি ৩ ব্লকের দুরমুঠ ভাগবত মঠের বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে ফল তুলে দেওয়া হয় ।উল্লেখ্য এই মঠের বৃদ্ধাশ্রমে ২০ জন বয়স্কা মহিলা থাকেন।সেই প্রবীনারা সহ মঠের বাকী সদস্য-সদস্যাদের জন্যে ফল তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।তিনি জানিয়েছেন ভাগবত মঠের প্রধান মহারাজের হাতে এদিন আপেল,খেজুর, নাসপাতি,শশা প্রমুখ ফল তুলে দেওয়া হয়েছে।




এই কর্মসূচীতে ক্লাবের সদস্য ডাঃ অনুতোষ পট্টনায়ক,কমলেশ মাইতি,রাজনন্দিনী মিশ্র,লিও ক্লাবের সভাপতি অরিত্র দে প্রমুখরা উপস্থিত ছিলেন।

দুরমুঠ ভাগবত মঠের প্রধান মহারাজ কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন