বারুইপুরের রক্তদান উৎসব

 



প্রদীপ কুমার সিংহ 


 দক্ষিণ 24 পরগনা জেলা বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর ভাই ভাই সংঘ রক্তদান শিবিরের আয়োজন করেছিল রবিবার সকালে। সহযোগিতা করেছিল বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক।

 এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিদায়ী  কাউন্সিলর  জয়া বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রক্তদান শিবির 40 বছরে পদার্পণ করল। কোন গিফট ছিল না। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে রক্ত দান করে। মহিলা ও পুরুষ মিলে 50 জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করে। সংঘের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় শুধু রক্তদান শিবির নয় সারা বছর সামাজিক মূলক কাজ করে।

 দুর্গাপূজার সময় সুন্দরবনের বিধবা পাড়া বহু মহিলাকে শাড়ি দান করেন এবং পুরুষ ও ছোট ছোট বাচ্চাদের জন্য পোশাক দান করে। করোনা আবহে বহু দুস্থ ও গরিব মানুষকে খাদ্য সামগ্রীক বিতরণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন