পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ পার্থ প্রতিম দাসের সমর্থনে খেজুরী-২ ব্লকের জনকা অঞ্চলের ভাঙনমারীতে নির্বাচনী জনসভা আয়োজিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান লুৎফর রহমান খাঁন।বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার মামুদ হোসেন, প্রার্থী ডাঃ পার্থ প্রতিম দাস, বিমান নায়ক, দেবাশীষ দাস, গ্রাম প্রধান সমর শঙ্কর মন্ডল,শিক্ষক নেতা শ্যামল বাঁকড়া,সৌরভ সুন্দর বিজলী,ছবি বারুই,সাগরিকা মিদ্যা প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটার তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বিজেপির জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকার দেশের সংবিধান, গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পাশাপাশি জাতীয় অর্থনীতিকে বিপন্ন করে তুলেছে। বিজেপি ব্যর্থতা থেকে নজর ঘোরাতে বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির পথ বেছে নিয়েছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান মামুদ হোসেন। বাংলার নিজশ্ব সংস্কৃতি ও সদ্ভাবনা রক্ষার আবেদন জানান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন।উপপ্রধান সমুদ্ভব দাস সকলকে ধন্যবাদ জানান।