কাঁথি লায়ন্স ক্লাবের অভিনব উদ্যোগঃপ্রবীন-প্রবীনা সদস্যর হৃদয় পরীক্ষা

 


বিশ্ব হৃদয় দিবস উপলক্ষ্যে কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রবীন-প্রবীনাদের ইসিজি,ব্লাড প্রেসার এবং ওজন পরীক্ষার আয়োজন করা হয় ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের সভাগৃহে এই শিবিরের আয়োজন করা হয়েছিলো কাঁথি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে।শিবিরের উদ্বোধন করেন ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান প্রাক্তন সভাপতি ডাঃ জি কে ঘোষ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,লায়নেস ক্লাবের সভাপতি স্বাগতা নন্দ,কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুনকান্তি মহাপাত্র,ট্রেজারার ইন্দ্রনীল সামন্ত প্রমুখ।



কাঁথি লায়ন্স ক্লাবের মার্কেটিং চেয়ারপার্সন তপন সাহু জানিয়েছেন বিশ্ব হৃদয় দিবসকে উপলক্ষ্য করে কাঁথি লায়ন্স ক্লাব ও লায়নেস ক্লাবের প্রবীন-প্রবীনা সদস্য সদস্যাদের ইসিজি,ব্লাড প্রেসার এবং ওজন পরীক্ষার আয়োজন করা হয় ।এই শিবিরে ৫০ জনের বেশী প্রবীন-প্রবীনা অংশ গ্রহন করেছিলেন।



কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুনকান্তি মহাপাত্র বলেন তাঁদের ক্লাব ধীরে ধীরে ৫০ বছরের দোরগোড়ায় এসে পৌঁচেছে।নবীন-প্রবীন সদস্য-সদস্যার যৌথ প্রচেষ্টাতেই সারা লায়ন্স ডিস্ট্রিক্টে আলাদা গুরুত্ব অর্জন করেছে।তাই প্রবীনদের সুস্থ্যতা খুব প্রয়োজন।সেই পরিস্থিতিতে তাঁদের ক্লাবের এদিনের এই কর্মসূচী অভিনবত্বের দাবী রাখে।কাঁথি লায়ন্স ক্লাব ও লায়নেস ক্লাবের প্রবীন-প্রবীনা সদস্য সদস্যারা এই প্রকল্পের প্রশংসা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন