নন্দীগ্রামে ২ অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের ঘিরে চাঞ্চল্য

 


পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে ব্যাপক  উত্তেজনা তৈরী হয়। ২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে এলাকায় দেখে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। অভিযোগ ওই দুজন আজ্ঞাত পরিচয় ব্যক্তি বিকালের দিকে এলাকায় আসে ও উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছিলো। 

তাদের দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দা মানুষজন এর। এরপরেই এলাকার মানুষ এগিয়ে এসে তাদের থেকে পরিচয় জানার চেষ্টা করে। অভিযোগ সেই সময় এই দুই ব্যাক্তি নিজেদের পুলিশ এর স্টাফ সহ বিভিন্ন ধরনের পরিচয় দেয় । স্থানীয়দের দাবি তাদের কথার মধ্যে একাধিক অসঙ্গতি খুঁজে পায় মানুষজন। খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এসে এদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কে ঘিরে দফায় দফায় বিক্ষোভ এলাকাবাসী।

 দীর্ঘক্ষণ বিক্ষোভের পর নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এদের থানায় নিয়ে যায়। এদের পরিচয় নিয়ে  নন্দীগ্রাম থানা থেকে জানার চেষ্টা করেও পাওয়া যায়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন