গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

 



প্রদীপ কুমার সিংহ

 মঙ্গলবার রাত নটার পর সাইকেল চালিয়ে আসছিল এক সাইকেল আরোহী পিছন থেকে একটা চার চাকা গাড়ি এসে সাইকেল আরোহীকে ধাক্কা মারে।। সঙ্গে সঙ্গে  আরোহী সাইকেল নিয়ে রাস্তায় পরে যায় ও গুরুতর চোট লাগে। এলাকার মানুষ  ছুটে আসার আগে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত রামনগরে। এলাকার মানুষ বারুইপুর থানায় খবর দেয় বারুইপুর থানা পুলিশ গিয়ে সাইকেল আরোহীকে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির নাম আফতাব সিং কাউর(৩৯)।

 বাড়ি বারুইপুর থানার অন্তর্গত রামনগর গ্রাম পঞ্চায়েতের দুগনৈতে। আফতাব বিবাহিত নন, পেশায় রাজমিস্ত্রি। পুলিশ আফতাবের দেহটিকে ময়নাতদন্তে জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশ ঘাতক গাড়িটিকে খোঁজে তল্লাশি চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন