পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ডরমেটরিতে কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় শিবির অনুষ্ঠিত হল । শিবিরের উদ্বোধন করেন ডাঃ নন্দিতা পট্টনায়ক।
শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান ডাঃ জিকে ঘোষ,কাঁথী পৌরসভার ভাইস চেয়ারপার্সন দেবাশীষ পাহাড়ী,চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুন মহাপাত্র,ট্রেজারার ইন্দ্রনীল সামন্ত প্রমুখ।
প্রায় একশো জন মানুষের ডায়াবেটিস নির্ণয় করা হয়েছে । সেই সাথে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এদিনের শিবিরে।
কাঁথি লায়ন্স ক্লাবের মুখপত্র তপন সাউ জানিয়েছেন ডরমেটরিতে থাকা কাঁথি পৌরসভার অফিসে বিভিন্ন প্রয়োজন নিয়ে আসা মানুষজনদের এদিন ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। জানিয়েছেন এদের বেশিরভাগ জনই আর্থিকভাবে দুর্বল হওয়ায় তাঁরা ক্লাবের উদ্যোগকে প্রশংসা করেছেন