কাঁথি লায়ন্স ক্লাবের নতুন চার সদস্যের শপথ গ্রহন

 



কাঁথি লায়ন্স ক্লাবের সভা গৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে চার জন নতুন সদস্যকে বরন করে নেওয়া হল ।সভায় পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লক্ষী নারায়ন সাহু ।তাঁরা যথাক্রমে কাঁথি লায়ন্স ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট ডাঃ শিশির মাইতি ও লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্সের প্রতিকৃতিতে মাল্যদান করেন ।



শপথ গ্রহন অনুষ্ঠানের ইন্ডাকশান অফিসার ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন সভাপতি বারিদ বরন মন্ডল।উল্লেখ্য কাঁথি লায়ন্স ক্লাবের নতুন সদস্যরা হলেন কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক,কাঁথি মহকুমা হাসপাতালের 







মেডিক্যাল অফিসার ডাঃ নন্দিতা পট্টনায়ক,কাঁথি পলিটেকনিক কলেজের অধ্যাপক ডঃ অমল ধাড়া ও কাঁথি মহকুমা আদালতের সিনিয়ার আইনজীবি সুব্রত দাস ।লায়ন সদস্য হিসাবে শপথ গ্রহনের পর এই চার জনকে পুষ্প স্তবক দিয়ে বরন করে নেওয়া হয় ।পরিয়ে দেওয়া হয় লায়ন্স ইন্টারন্যাশনালের পিন ।পরে কাঁথি লায়ন্স ক্লাবের চার জন নতুন সদস্য নিজেদের ভাষনের মাধ্যমে অনুভুতির কথা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন