কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির

 


মারণ ভাইরাস করোনা আবহের মধ্যে শিশুদের স্বাস্থ্য পরীক্ষায় উদ্যোগী হল কাঁথি লায়ন্স ক্লাব।  বৃহস্পতিবার কাঁথী পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ডরমেটরিতে চৌরঙ্গী লায়ন্স ক্লাবের সহায়তায় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে কাঁথি লায়ন্স ক্লাব  ।শিবিরের উদ্বোধন করেন ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম কুমার ঘোষ ।   অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথী পৌরসভার ভাইস চেয়ারপারসন দেবাশিস পাহাড়ি,ডাঃ নন্দিতা  পট্টনায়ক, চৌরঙ্গি লায়ন্স ক্লাবের সভাপতি বিশ্বজিৎ মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুণ কুমার মহাপাত্র  প্রমুখ। 





অতিথিরা তাঁদের ভাষণে লায়ন্স ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন  ।তাঁরা বলেন দেশে মারণ ভাইরাস করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা  ।এই অবস্থায় শিশুদের আরও সুরক্ষিত রাখার জন্য যে উদ্যোগ  লায়ন্স ক্লাব নিয়েছে তা প্রশংসার যোগ্য  ।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন এদিন শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক  অপরাজিতা বেরা। প্রায় পঞ্চাশ জন শিশুর এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবিরে  ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন