জাতীয় চক্ষু দান পক্ষে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতাল।
সমাজে অন্ধ মানুষের সংখ্যা কমাতে কর্ণিয়া দান অত্যন্ত জরুরি।সমাজের সকল স্তরের মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়াতে এই বছর জাতীয় চক্ষুদান পক্ষের প্রথম দিন থেকেই লাগাতার প্রচার চালাচ্ছে কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতাল।প্রসঙ্গত প্রতি বছর ২৫ আগষ্ট থেকে ৮ সেপ্টেম্বর অবধি চক্ষুদান পক্ষ পালন করা হয় ।
কাঁথি লায়ন্স ক্লাবের মার্কেটিং চেয়ারপার্সন তপন সাহু জানিয়েছেন গত কয়েক দিন ধরে ক্লাবের করোনা ভ্যাকসিন সেন্টারে টিকা নিতে আসা মানুষদের নিয়ে বেশ কয়েক বার এই বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে।কাঁথি শহরের চৌরঙ্গী মোড়,পোস্ট অফিস মোড় ও রেল স্টেশন চত্বরে ফ্লেক্স লাগিয়ে প্রচার করা হয়েছে।এবার মানুষের কাছে গিয়ে প্রচার করা হচ্ছে।
মঙ্গলবার কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,সহ সভাপতি শান্তনু গিরি,ভোলানাথ চক্ষু হাসপাতালের কর্মী প্রদীপ বর্মন প্রমুখ দল বেঁধে বিভিন্ন এলাকায় প্রচার চালান।
কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন এদিন সিভিলবার অ্যাসোসিয়েশনে গিয়ে চক্ষুদানের বিষয়ে আইনজীবীদের কাছে আবেদন জানানো হয় । পৃথিবীকে অন্ধত্ব মুক্ত করতে তাঁদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় ।তিনি জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দিয়ে সিভিলবার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ বেরা,সিনিয়ার আইনজীবি কমলেন্দু পাহাড়ী সহ প্রায় ২০ জন আইনজীবি অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন ।এর পাশাপাশি লায়ন্স ডিস্ট্রিক্টের রিজিওন চেয়ারপার্সন তথা কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের উচ্চ পদস্থ আধিকারীক অ্যাপোলো আলিও মরনোত্তর চক্ষু দানে সম্মতি প্রদান করেছেন।আগামী কয়েক দিন শহরের আরো বহু মানুষের সাথে এই ভাবে যোগাযোগ করে মরনোত্তর চক্ষু দানে ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আবেদন জানানো হবে বলেও কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন