সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ইমন মাইম সেন্টারের তৃতীয় পর্যায়ের নাট্য মেলা

 

       



 মছলন্দপুর ইমন মাইম সেন্টার-এর আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হল "ইমন নাট্যমেলা-২০" এর তৃতীয় পর্যায়। গতবছর লকডাউনে স্থগিত রাখা হয় এই পর্যায়ের আয়োজন।তাই  এদিন সংস্থার নিজ উদ্যোগে নির্মিত হয় পদাতিক মঞ্চে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন  নাট্য নির্দেশক ও অভিনেতা  অভীক বন্দ্যোপাধ্যায়।  

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ, নাট্য নির্দেশক জীবন অধিকারী, মছলেন্দুপুর থানার আই সি অসীম পাল, পঞ্চায়েত প্রধান তাপস ঘোষ, সমাজসেবী অমল মন্ডল, সৌমিত্র বিশ্বাস সহ আরো অনেক বিশিষ্ট রা। এদিন নাট্যমেলার মঞ্চ থেকে সম্মান জানানো হয় এলাকার সেই সমস্ত সংস্থা ও ব্যক্তিদের যারা কোভিড ভয়াবহতার সময়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে থেকেছেন। সম্মানিত হন রং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, উত্তর ২৪ পরগণা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এর সুখেন মন্ডল কে, খেয়ালী সমাজসেবী সংগঠন, মণীষা সাংস্কৃতিক সংস্থা,  অমল মন্ডল এবং  উত্তম সরকার।

অনুষ্ঠানে "Theatre is a mirror of life" শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন হাতী বাগান স্পর্শ নাট্যদলের কর্ণধার দেবাশীষ রায় ও নাবিক নাট্যমের পরিচালক জীবন অধিকারী। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই ছিল "হাতিবাগান স্পর্শ"-র সারাদিন ব্যাপী চলা নাট্য কর্মশালায়  জীবন অধিকারী ও দেবাশীষ রায়-এর প্রশিক্ষণে নির্মিত অনু-নাটক। তারপর একে একে পরিবেশিত হয় "মুকুলিকা গানের স্কুল"-এর শ্রুতিনাটক, "গোবরডাঙ্গা নাবিক নাট্যম"-এর গান এবং নাচ, "সৃজন কলাকেন্দ্র"-এর নৃত্যানুষ্ঠান, "মছলন্দপুর ইমন মাইম সেন্টার" ও "শতকমল মাইম সেন্টার"-এর মূকাভিনয় এবং জয়ন্ত সাহা-র নির্দেশনায় "ইমন মাইম সেন্টার"-এর নাটক "কোথায় গেল"। দর্শকরা সমগ্র অনুষ্ঠানের প্রশংসা করেন। "মছলন্দপুর ইমন মাইম সেন্টার"-এর কর্ণধার  ধীরাজ হাওলাদার সকলকে এই নাট্যমেলা সফল করে তোলার জন্য ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন