নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে ও কাঁথি পৌরসভার ইউপিএইচসি ২ এর সহায়তায় কাঁথির সুপার মার্কেটে ব্যাবসায়ীদের করোনা ভ্যাকসিনেশান শিবির অনুষ্ঠিত হল । স্থানীয় সমাজসেবী সংগঠন মাতৃ সংঘের সহায্য নিয়ে শিবিরটি পরিচলনা করে কাঁথি লায়ন্স ক্লাব।
শিবিরটি উদ্বোধন করেন কাঁথি পৌরসভার কোভিড ভ্যাকশিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,মাতৃ সংঘের সম্পাদক কচি ভট্টাচার্য,লিও ক্লাবের সভাপতি অরিত্র দে প্রমুখ। সুপার মার্কেটের ভ্যাকসিনেশান ক্যাম্পে ৩০০ জন ছোট বড় ব্যাবসায়ী ও তাঁদের কর্মচারীরা করোনা ভ্যাকসিন গ্রহন করেন ।শিবিরটি সুষ্টু ভাবে স্মপন্ন করতে পরিচালনা করেন লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন সভাপতি বারিদ বরন মন্ডল,সদস্য কমলেশ মাইতি,অপূর্ব মুখার্জী,মাতৃ সংঘের সদস্য অমর মাইতি,অতনু মিশ্র,সুজিত ভুঞ্যা প্রমুখ।
এদিন কাঁথি পৌরসভার দারুয়ায় রহমনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাগৃহে ১নং ও ২ নং ওয়ার্ডের বাসিন্দাদের করোনা ভ্যাকসিন প্রদান করা হয় ।দারুয়া লায়ন্স ক্লাবের সাহায্য নিয়ে কাঁথি লায়ন্স ক্লাব শিবিরটি পরিচালনা করেন ।এই শিবিরের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার কোভিড ভ্যাকশিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সেক সাবুল,প্রাক্তন কাউন্সিলার আলেম আলি খান,কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,সম্পাদক তরুন মহাপাত্র,সহ সভাপতি শান্তনু গিরি,দারুয়া লায়ন্স ক্লাবের সভাপতি ফরিদ মল্লিক প্রমুখ।এই শিবিরে ২৫০ জনের বেশী মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয় ।
শিবিরটি পরিচালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের মার্কেটিং চেয়ারম্যান তপন সাহু,মধুসুদন দাস অধিকারী,দারুয়া লায়ন্স ক্লাবের সম্পাদক আব্দুর রহমান মনি, কোষাধ্যক্ষ দীপক দাস, বোর্ড অফ ডাইরেক্টর মইনুদ্দিন আলি খান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আক্তার আলি খান, কাদের বিন রব, ইয়ার উদ্দিন মোল্লা প্রমুখ।