আদিত্য একাডেমি গ্রুপ অফ স্কুল এবং নালন্দা লার্নিং সিস্টেমের এর সাংবাদিক সম্মেলন



        ইন্দ্রজিৎ আইচ


 একেবারে প্রাথমিক স্তর থেকে ভার্চুয়াল মাধ্যমে খুদে পড়ুয়াদের শিক্ষাদানের উদ্যোগ। এই লক্ষ্যে নালন্দা লার্নিং সিস্টেম প্রি-স্কুল টু-র হাত ধরল আদিত্য অ্যাকাডেমি জুনিয়র। এই ব্যবস্থায় ৩ থেকে ৬ বছরের ই-লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই ব্যবস্থা চালু করা হবে।


সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এই ডিজিটাল শিক্ষাদানের কথা ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে আদিত্য অ্যাকাডেমি গ্রুপ স্কুলের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য বলেন, “অতিমারী পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। কিন্তু শিক্ষাদানের প্রক্রিয়া বন্ধ করা যায় না। তাই শিশুদের শিক্ষা যাতে বিঘ্নিত না হয়, সেকথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ। পরবর্তী জীবনে তাদের যাতে তাদের কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই শিক্ষাদানের ভাবনা।”

নালন্দা লার্নিং সিস্টেমের ডিরেক্টর তমাল মুখার্জি বলেন, “করোনার জেরে স্কুল বন্ধ থাকায় তার আঁচ পড়েছে শিশুশিক্ষায়। ই-লার্নিং ব্যবস্থায় হাজার হাজার পড়ুয়াকে উপযুক্ত শিক্ষাদান সম্ভব হবে।”

শিক্ষাক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে ইতিমধ্যে রাজ্যে বিশেষ জায়গা করে নিয়েছে আদিত্য অ্যাকাডেমি। আগামী দিনগুলিতেও এ ব্যাপারে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন অনির্বাণ আদিত্য।

সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন আদিত্য গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর রোশনী আদিত্য, আদিত্য গ্রুপ অফ স্কুলের ডিরেক্টর সবিতা সাহা, দমদমের আদিত্য অ্যাকাডেমির (সিনিয়র সেকেন্ডারি) প্রিন্সিপাল সোনালী সরকার এবং বারাসতের আদিত্য অ্যাকাডেমির প্রিন্সিপাল জেমস রিনগ্রো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন