"রঙ্গশ্রী আর্ট এন্ড কালচার" এর পঞ্চম বার্ষিক নৃত্যানুষ্ঠান



          ইন্দ্রজিৎ আইচ

উত্তরপাড়া গণ ভবনে ( দুপুর দুটো থেকে সন্ধে সাতটা) আগামী ৯  অক্টোবর, শনিবার রঙ্গশ্রী আর্ট এন্ড কালচার  আয়োজন করেছে তাদের পঞ্চম বার্ষিক নৃত্য উৎসব।এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে " ভারতীয় সংস্কৃতি সমারোহ "। 

এই অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন তারা হলেন

কোহিনুর সেন বরাট   প্রখ্যাত( ভরতনাট্যম নৃত্য গুরু) 

ডাঃ অর্কদেব ভট্টাচার্য 

অন্যান্য অতিথিদের মধ্যে থাকছেন

 "পৌলমী সাখেলকর" যিনি একজন (গৌড়ীয় উপাসক,পুনে) 

 " কুশল ভট্টাচার্য "( কত্থক নৃত্য শিল্পী) 

" শ্রাবণী দাসদত্ত" ( ভরতনাট্যম নৃত্যশিল্পীও "বালী মউরী নৃত্য সংস্থা " এর কর্নধার)

 সমাজ কর্মী পাপিয়া কর" ও সাংবাদিক "ইন্দ্রজিৎ আইচ" ও আরও অনেকে।রঙ্গশ্রী র পক্ষ থেকে অতিথিদের হাতে তুলে দেওয়া হবে " যসোশ্রী সন্মান ২০২১।


ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নৃত্য শিল্পিরা আসছেন এই নৃত্যানুষ্ঠানে।যেমন ভুবনেশ্বর থেকে "বিদিশা বসুমল্লিক", রাউরকেল্লা থেকে আসছেন  "দীপমালা লকরা",ও শিশুশিল্পী " সুনয়না লকরা ও রাজরষি ঘোষ ", গোলু কুমার ঠাকুর ও আজমের আলম বিহার থেকে।



এই অনুষ্ঠানে প্রথম নৃত্য পরিবেশনা করবে " সঞ্চালিকা ঘোষ",

মগরা নৃত্যাংগন ড্যান্স অ্যাকাডেমির "গীত বর্ধন" ও "কৌশানী কুন্ডু " কত্থক শিশুশিল্পী।

"চন্দ্রকলা ড্যান্স অ্যাকাডেমি" এর শুভব্রত দে তার গ্রুপ নিয়ে পরিবেশনা করবে রবীন্দ্র নৃত্য।

"বালি মউরি নৃত্য সংস্থা পরিবেশনা করবে ভরতনাট্যম ক্রিয়েটিভ ড্যান্স।


রঙ্গশ্রী র পক্ষ থেকে সেদিন মঞ্চে নৃত্য পরিবেশন করবে "দিশানি ভৌমিক।ও একজন  কথক নৃত্য শিল্পী । দিশানি ছোটো বেলা থেকে বিখ্যাত কথকগুরু, গুরু বন্দনা সেন ও গুরু সুচন্দ্রা ব্যানার্জি এর কাছে কথক শিখেছে। বর্তমানে দিশানি "গুরু অঞ্জু ভট্টাচার্য " মহাশয়ার কাছে নাচ শিখছে। সমগ্র অনুষ্ঠানে র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় আছেন রঙ্গশ্রী আর্ট এন্ড কালচার এর কর্নধার  সুরজিৎ ভৌমিক ও  লিপাসি ভৌমিক।সঞ্চালনায় থাকবেন দিপায়ন ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন