লায়ন্স ক্লাব অফ কন্টাইর উদ্যোগে রবিবার ক্লাবের সভাকক্ষে শিক্ষক দিবস উদযাপন করা হয়। এক অনাড়ম্বর অনুষ্ঠানে বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন ও কাঁথি চন্দ্রামণী ব্রাহ্ম গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মণীষা সরকার কে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্বর্ধিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ কন্টাইর সভাপতি সুস্মিত মিশ্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্টের প্রাক্তন গভর্নর অধ্যাপক লক্ষী নারায়ণ সাহু,দক্ষিন কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ দাস, কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী, ক্লাবের সম্পাদক তরুণ মহাপাত্র,কাঁথি মডেল ইন্সটিটিউটনের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর কর,হরিপদ বায়েন,প্রাক্তন অধ্যাপক অশোক জানা, অধ্যাপক হৃষীকেশ পয়ড়্যা,সুতপা বায়েন,বাসন্তী জানা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভা সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের অবজার্ভেন্স কমিটির চেয়ারম্যান অশোক নন্দ।
প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন শিক্ষাঙ্গনের পবিত্রতা বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্ম কে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে শিক্ষক সমাজকে ব্রতী হওয়ার অাহ্বান জানান। সেই সাথে প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন অবিভক্ত কাঁথি মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার ক্ষেত্রে সারা বাংলায় শীর্ষ স্হান ধারাবাহিকভাবে বজায় রাখতে গুরুকুলের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন।প্রাক্তন প্রধান শিক্ষিকা মণীষা সরকার বলেন নারী শিক্ষার প্রসারের উপর সমাজের অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে।
কাঁথি লায়ন্স ক্লাবের মার্কেটিং চেয়ারম্যান তপন সাহু জানিয়েছেন এদিন মামুদ হোসেন ,মনীষা সরকারের পাশাপাশি ক্লাবের সদস্য প্রায় ৪০ জন শিক্ষক-শিক্ষিকাকেও সম্বর্ধিত করা হয়েছে।