কাঁথি লায়ন্স ক্লাবের রক্ত পরীক্ষা শিবির

 



সাধারন মানুষকে কম খরচে রক্তের বিভিন্ন পরীক্ষার সুযোগ করে দিতে উদ্যোগী হয়েছে কাঁথি লায়ন্স ক্লাব ।সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে রবিবার মুম্বাইয়ের থাইরোকেয়ার ল্যাবরেটারির সহায়তায় একটি শিবিরের আয়োজন করা হয় কাঁথি লায়ন্স ক্লাবের কম্পাউন্ডে।






ক্লাবের প্রয়াত চাটার্ড প্রেসিডেন্ট ডাঃ শিশির মাইতির প্রতিকৃতিতে মাল্যদান করে শিবিরের সূচনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন সভাপতি বারিদ বরন মন্ডল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,প্রতিষ্ঠাতা সদস্য অনিল পন্ডিত,ডাঃ অনুতোষ পট্টনায়ক,ডাঃ নন্দিতা পট্টনায়ক,প্রাক্তন সভাপতি ডাঃ সুব্রত প্রধান প্রমুখ।





কাঁথি লায়ন্স ক্লাবের রক্ত পরীক্ষা শিবির কমিটির চেয়ারপার্সন প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা বলেন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ২০০ জনের বেশী পুরুষ-মহিলারা নিজেদের রক্তের বিভিন্ন পরীক্ষা করিয়েছেন।ক্লাবের সম্পাদক তরুনকান্তি মহাপাত্র,মার্কেটিং চেয়ারপার্সন তপন সাহু,প্রাক্তন সভাপতি পীযুষকান্তি চক্রবর্তী,অশোক সাহু,ভবেশ চাউলিয়া,রঞ্জন সাহু,রীতা ভুঞ্যা,রাজকুমার দুয়ারী প্রমুখ শিবিরটি পরিচালনা করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন