কাঁথি উপ সংশোধনাগারে বন্দীদের ভ্যাকসিন প্রদান করলো লায়ন্স ক্লাব




নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সহায়তায় ও কাঁথি পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্র ইউপিএইচসি ২ এর ব্যাবস্থাপনায় মংগলবার কাঁথির উপ সংশোধনাগারে করোনা টীকা প্রদান শিবিরের আয়োজন করে কাঁথি লায়ন্স ক্লাব।

মারন ভাইরাস করোনার তৃতীয় ঢেউ আগামী সেপ্টেম্বর মাসে আছড়ে পড়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা।সেই পরিস্থিতি সামলাতে সকল নাগরিকদের করোনার টীকা প্রদানের উপর জোর দেওয়া হয়েছে।এই অবস্থায় কাঁথি মহকুমা উপ সংশোধনাগারের বিচারাধীন বন্দীদের ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেয় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা প্রশাসন।সেই উদ্যোগকে সফল করতে এদিন সমস্ত নিয়ম মেনে উপ সংশোধনাগারে গিয়ে বিচারাধীন বন্দীদের ভ্যাকসিন প্রদান করা হয়।


এই কর্মসূচীতে কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,সম্পাদক তরুন মহাপাত্র,প্রাক্তন সম্পাদক তপন সাহু ও স্বাস্থ্য কর্মী নবনীতা পতি উপস্থিত ছিলেন।৭০ জন বিচারাধীন বন্দীকে ভ্যাকসিন প্রদান করা হয়।

কাঁথি মহকুমা উপ সংশোধনাগারের জেলার সঞ্জয় নাগ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা,কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক ও কাঁথি লায়ন্স ক্লাবকে এই উদ্যোগের জন্যে ধন্যবাদ জানিয়েছেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন