দারুয়া কপালকুন্ডলায় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির

 


ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের কাঁথি রুর‍্যাল ব্রাঞ্চের সহায়তায় কাঁথি পৌর এলাকার ৩ং ওয়ার্ডের দারুয়ায় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির করলো কাঁথি লায়ন্স ক্লাব।কপালকুন্ডলা যুব সংঘের সভাগৃহে এই শিবিরের উদ্বোধন করেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের কাঁথি রুর‍্যাল ব্রাঞ্চের সাধারন সম্পাদক ডাঃ অনুতোষ পট্টনায়ক।

পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র।অন্যান্য বিশিষ্ট্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্টের গভর্নর আশীষ শালুই,জিএমটি কো অর্ডিনেটার অর্নব মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান ডাঃ জি কে ঘোষ,রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বারিদ বরন মন্ডল,কাঁথি মহকুমা মৎস্যজীবি নেতৃত্ব আমিন সোহেল,কপালকুন্ডলা যুব সংঘের সভাপতি রঞ্জন মাইতি,সমাজসেবী আনোয়ার উদ্দিন,মধূসুদন দাস অধিকারী প্রমুখ।






কপালকুন্ডলা যুব সংঘের সম্পাদক আকতার আলি খান জানিয়েছেন এদিন কাঁথি ৩নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তের প্রায় ৬০ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

কাঁথি লায়ন্স ক্লাবের মুখপত্র তপন সাহু জানিয়েছেন শিবিরে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করতে উপস্থিত ছিলেন চিকিৎস্যক অপরাজিতা বেরা,রাহুলদেব জানা।তিনি আরো জানিয়েছেন আগামীদিনে কাঁথি পৌর এলাকার সবকটি ওয়ার্ডে এই ভাবে শিবির করবে ক্লাব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন