উপ সংশোধনাগারের বন্দিদের করোনা টিকা দিল কাঁথি লায়ন্স ক্লাব



কাঁথি উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দিদের করোনা ভ্যাকসিন দিল কাঁথি লায়ন্স ক্লাব।

মারণ ভাইরাসর করোনার তৃতীয় ঢেউ আগামী সেপ্টেম্বর মাসে আছড়ে পড়ার সম্ভাবনা আছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।আক্রান্তের সংখ্যা কমাতে এবং মৃত্যুর হার কমাতে সকল মানুষকে করোনার টিকা প্রদানের ওপর জোর দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।সে কথা মাথায় রেখেই কাঁথি উপ সংশোধনাগারে বিচারাধীন বন্দিদের দফায় দফায় ভ্যাকসিনেশন করছে কাঁথি লায়ন্স ক্লাব। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার তত্ত্বাবধানে এবং কাঁথি পৌরসভার ইউপিএসি ২ উপস্বাস্থ্যকেন্দ্রের সহায়তায় গত ১০ এপ্রিল থেকে কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে করোনা ভ্যাকসিনেশন সেন্টার শুরু হয়েছে  ।

সোমবার কাঁথি মহকুমা উপ সংশোধনাগারে প্রায়  ৫০ জন বিচারাধীন বন্দীকে কোভ্যাকসিনের   প্রথম ডোজ প্রদান করা হয়।উপস্থিত ছিলেন কাঁথির উপ সংশোধনাগারের জেলার মনোজ কুমার দাস, কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র।শিবিরটি পরিচালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন চেয়ারপারসন তপন সাউ,কাঁথি লিও ক্লাবের সদস্য দীপান্বিতা কর ও  সৌম্যদীপ মান্না  ।  স্বাস্থ্যকর্মী ছিলেন নবনীতা পতি।কাঁথি লায়ন্স ক্লাবের মাধ্যমে দফায় দফায় বন্দিদের এভাবেই ভ্যাকসিনেশনের সুযোগ করে দেওয়ার জন্য উপ সংশোধনাগার কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছেন কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশন ম্যানেজমেন্টের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়েককে    ।  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন